বাগেরহাটে সংখ্যালঘু প্রবীন শিক্ষক মৃনাল চ্যাটার্জীকে হত্যা, স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামী জনি শেখ গ্রেফতার।

উৎপল ঘোষ: বাগেরহাটে চাঞ্চল্যকর ৫ আগস্ট ইং২০২৪ সংখ্যালঘু প্রবীন শিক্ষক মৃনাল চ্যাটার্জীকে হত্যা, স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামী জনি শেখ গ্রেফতার করে র্যাব-৬,খুলনা। ভিকটিম মৃণাল কান্তি চ্যাটার্জি (৬৫) মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তার সাথে পূর্ব থেকেই আসামীদের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। আসামীরা বিভিন্ন সময় ভিকটিমকে খুন ও জখমের হুমকি দিয়ে আসছিল। গত ০৫ আগস্ট কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ছয়টার দিকে মৃনালকে খুন ও জখমের হুমকি দিয়ে বাড়ি ছাড়ার কথা বলে যায়। ঐ দিন গভীর রাতে আসামীরা সুযোগ বুঝে ভিকটিমের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে লুটপাট ও ভাংচুর করতে থাকে। এ সময় ভিকটিম তাদের বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মাথায় কোপাতে থাকে। ভিকটিমকে রক্ষার্থে তার স্ত্রী এবং মেয়ে এগিয়ে আসলে তাদের রামদা, কুড়াল এবং লোহার রড দিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আহতদেরকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয় ও মৃত ভিকটিমকে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করে।এমন নির্মম হত্যাকান্ড বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল চাঞ্চল্যকর হত্যার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকার হত্যা মামলার আসামী বাগেরহাট জেলার ফকিরহাট, থানাধীন লখপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত এলাকায় সাড়ে আটায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্র্রধান আসামী মোঃ জনি শেখ (২০), সাং-ছোট পাইকপাড়া বাগেরহাট থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।