ঝিকরগাছায় বিএসএ’র ৮ম নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ সার্ভেয়ার এ্যাসোসিয়েশন (বিএসএ) এর ৮ম নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টার সময় ৬নং ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজনে প্রধান অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম আলী। এসময় বিএসএ’র ঝিকরগাছা উপজেলা কমিটির উপদেষ্টা নির্বাচিত হন আঃ মজিদ সরদার, রহমত আলী মোল্ল্যা, প্রফেসার আঃ হাকিম, এ্যাসিল্যান্ড অফিসের উপজেলা সহকারী সার্ভেয়ার ফিরোজ আলম, বিএসএ’র ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হন আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র ভক্ত, সহ সভাপতি শরিফ আহম্মেদ, নূরুল ইসলাম, মোশারেফ হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শেখ কুতুব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক তবিবর রহমান, প্রচার সম্পাদক ফারদিন খান মুকুল, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কোষাধাক্ষ্য আঃ আজিজ, নির্বাহী সদস্য আহম্মদ আলী, আসাদুজ্জামান আসাদসহ আরও ১৬জনকে সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।