Type to search

গলা কেটে স্ত্রীর শরীরে আগুন দেয়া পলাতক পাষন্ড স্বামী ও তারবন্ধুসহ গ্রেফতার-৫

নড়াইল

গলা কেটে স্ত্রীর শরীরে আগুন দেয়া পলাতক পাষন্ড স্বামী ও তারবন্ধুসহ গ্রেফতার-৫

নড়াইল প্রতিনিধি
যৌতুকের লোভে স্ত্রী কে গলাকেটে ও পুড়িয়ে হত্যা গৃহবধু আছিয়ার পাষন্ড
স্বামী রনি শেখ(২৪) ও তার প্রধান সহযোগী আব্বাস ফকির(২২) কে গ্রেফতার
করেছে নড়াইল সদর থানা পুলিশ।
শনিবার (৫ নভেম্বর) ভোররাতে কালিয়ার চাচুড়ি গ্রামের বোনের বাড়ি থেকে
রনিকে এবং তার সহযোগী আব্বাস ফকির কে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে গ্রেফতার
করা হয়।
এর আগে শুক্রবার ঘটনার পরই রনির বাবা মো. লিটু শেখ(৫৫) ও তার দুই ভাই
ইমরান শেখ(২৮) ও রুবেল শেখ(২৬) গ্রেফতার হয়।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে নড়াইল সদরের সড়াতলা গ্রামের নিজ বাড়িতে
গৃহবধূ আছিয়া বেগম (২২) কে প্রথমে গলা কেটে ও পরে পুড়িয়ে হত্যা করে
পালিয়ে যায় স্বামী ও সহযোগী।
গ্রেফতারকৃত রনি শেখ আব্বাস ফকির ওই গ্রামের জমির ফকিরের ছেলে। পেশায়
দুজনই একটি বেসরকারি মোবাইল সিম কোম্পানির বিপনন কর্মী হিসাবে কর্মরত
ছিলেন।
সাড়ে তিন বছর আগে নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামের রনি শেখ একই গ্রামের
আছিয়া বেগমকে প্রেমে করে বিয়ে করেন। এই পরিবারে বায়েজিদ নামে আড়াই বছরের
একটি শিশু সন্তান রয়েছে।
বিয়ের সময় লোভী রনি আছিয়ার বাবার নিকট থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা ও একটি
জমি লিখে নেয় যৌতুক হিসাবে। পরিবারের আরো জমি লিখে দেবার জন্য আছিয়ার উপর
চাপ প্রয়োগ করছিলো রনি। গত সপ্তাহেও আছিয়ার মা রনিকে নগদ ত্রিশ হাজার
টাকা দিতে বাধ্য হন।
পারিবারিক কোন্দলের জেরে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রনি শেখ নিজ বাড়িতে
তার বন্ধু ও সহকর্মী আব্বাস ফকিরের সাহায্যে আছিয়াকে ধারালো অস্ত্র দিয়ে
গলায় আঘাত করলে গলা অর্ধেক বিচ্ছিন্ন হযে যায়। পরে ঘটনা ভিন্নখাতে চালাতে
আছিয়ার শরীর সহ বিছানায় আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।
এ সময় রনির বাবা ও দুই ভাই ঘটনাস্থলে এসে আগুনে মারা গেছে এটা প্রমানের
চেষ্টা করতে থাকে। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে
তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও আছিয়া বেগমের মরদেহ দেখতে পায়। পরে
পুলিশে খবর দিলে পুলিশ আছিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এঘটনায় আছিয়ার মা বাদী হয়ে সদর থানায় আটজনকে আসামী করে মামলা দায়ের করেন।
নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন জাগো নিউজকেকে বলেন,
পূর্বপরিকল্পিত এই বর্বর হত্যাকান্ডের পেছনে থাকা আছিয়ার স্বামী সহ
মামলার পাঁচ আসামীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অন্য আসামীদের
ধরতে অভিযান অব্যাহত আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *