নড়াইলে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন মনোননয়ন পত্র বাছাই অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষ্যে মনোননয়ন পত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে শুক্রবার (৫ জুলাই) বেলা ১০টায় বাছাই কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শামীম আহমাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউপি নির্বাচনে অংশগ্রহনের জন্য জমা দেয়া ৬ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রাথমিক ভাবে বৈধ ঘোষনা করা হয়। প্রার্থীরা হলেন মো: সাজ্জাদ হোসেন, মো: জাহিদুর রহমান. সৈয়দ তরিকুল ইসলাম, মাসুদুর রহমান গুলু, নুরুল ইসলাম, মো: মিজানুর রহমান।
চণ্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তিনি পদত্যাগ করেন। নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেন।
এছাড়া মুলিয়া ইউনিয়নের একটি সংরক্ষিত (৭,৮ ও ৯) মহিলা ওয়ার্ডের ২ জন প্রতিযোগি সুন্দরী বালা বাগচী ও মিতালী বিশ্বাসের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয় এবং তুলারামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ২জন প্রার্থী পঞ্চানন বিশ্বাস ও দিবাকর বিশ্বাসের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ৪ জুলাই, যাচাই-বাছাই ছিল ৫ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং আগামী ২৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।