Type to search

চৌগাছায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে অপ্রীতিকর বিঘ্ন ঘটার কারণে জরিমানা সহ ২ মাস জেল

অপরাধ

চৌগাছায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে অপ্রীতিকর বিঘ্ন ঘটার কারণে জরিমানা সহ ২ মাস জেল

 

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে অপ্রীতিকর বিঘ্ন ঘটনায় কারণে আব্দুল মাজিদ (৩০) আটক। মঙ্গলবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে বড় কাকুড়িয়া ৫৬ নং কেন্দ্র নির্বাচন এরিয়ার ভিতরে স্বরুপদাহ ইউনিয়ন কাকুড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মাজিদ হাতুড়ি ও অবৈধ ইলেকট্রিক বৈদ্যুতিক সট ৫০০০০০ k ভোল্ড ১ ভোটার গায়ে পারতে গিয়েছিল
এক পুলিশ সদস্য তাকে আটক করে। তার হতে অবৈধ ইলেকট্রিক বৈদ্যুতিক সট হাতে আঘাত করে। পুলিশ মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল রহমান ১৮৬০ সাল দ্বন্ড আইনে ১৮৬ ধারায় ৫০০/- টাকা জরিমানা ও ২ মাস জেল দেন।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রিজাইডিং জহরুল ইসলাম , এস আই মাহফুজুর রহমান ছিলেন।