নড়াইলের কালিয়ায় কিশোরের আত্মহত্যা

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় গলায় ওড়নার ফাঁস দিয়ে নূর আলী শেখ (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর শেখের ছেলে। মঙ্গলবার (১০অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নুর আলীর মা ছেলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে মরদেহ তাদের নিজস্ব ঘরের আড়া থেকে নিচে নামায়। ওই কিশোর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনিম আলম বিষয়টি নিশ্চিত করে জানান,কালিয়া থানায় অপমুত্যূ মামলা দায়ের হয়েছে।