অভয়নগরে ডেঙ্গু জরের লক্ষণে এক নারীর মৃত্যু

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামে ডেঙ্গু জ¦রের লক্ষণ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীকে জরুরী অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়। মৃত ওই নারীর নাম সালমা বেগম(৪৪) তিনি ওই গ্রামের জিল্লুর রহমান ফারাজির স্ত্রী।
মৃত সালমা বেগমের স্বামী জিল্লুর রহমান ফারাজি জানান, সালমা বেগম ৩ দিন যাবৎ জ¦রে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তাকে স্থানীয় ভাবে চিকিৎস দেওয়া হচ্ছিল। এতে তার জ¦র কিছুটা কমে যায়। কিন্তু শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় সে মারাত্মক অসুস্থ্য হয়ে পড়ে। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা নিহারিকা বিশ^াস বলেন, অভয়নগর উপজেলাকে ডেঙ্গু প্রবন এলাকা হিসাবে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এ বছর এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা খুবই কম আছে। এখানে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত ৪৪জন রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।