Type to search

এইআই-তে চালু হল কম্পিউটার, স্পোকেন ইংলিশ ও কোরআন শিক্ষা কোর্স

অভয়নগর

এইআই-তে চালু হল কম্পিউটার, স্পোকেন ইংলিশ ও কোরআন শিক্ষা কোর্স

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অদ্য ৫ জুন, ২০২৩ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট (এইআই)- এর ২০২৩-২৪ সেশনে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রমকে বেগবান করতে শর্ট কোর্সের ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।  আকিজ সিটিতে আকিজ জুট মিলস্ লিমিটেড- এর অভ্যন্তরে অবস্থিত দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ও জাঁকজমকপূর্ণ মিলনায়তন আকিজ দরবার হলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন (সিআইপি) মহোদয়ের নির্দেশনায় তিন মাস মেয়াদী শর্ট কোর্স হিসেবে কম্পিউটার প্রশিক্ষণ (অফিস কোর্স), স্পোকেন ইংলিশ ও শুদ্ধভাবে কোরআন শিক্ষা কোর্স চালু হয়েছে। উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন জাহিদ হাসান মামুন, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার বিভাগ, আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল বিভাগের পঞ্চম পর্বের ছাত্র হুজাইফা আব্দুল্লাহ আকিব এবং পবিত্র গীতা পাঠ করেন ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের ছাত্র জীবন দাস। এরপর সকলে উঠে দাঁড়িয়ে সমবেত কন্ঠে অডিও সাউন্ড সিস্টেমের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন করেন। উপস্থিত এসএসসি-২০২৩ সমাপনী ছাত্রছাত্রী ও আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-এ অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সাথে পরিচয় ও আসন গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আলী হাফিজ মোঃ রাউফ-উল-বারী, উপাধ্যক্ষ সৈয়দ আরাফাত হোসেন তাজ , ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল বিভাগ, মোঃ খাইরুল ইসলাম, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেক্সটাইল বিভাগ, পিয়াস পাল, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল বিভাগ, মোঃ আসাদুজ্জামান, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, সিভিল বিভাগ, মাহদী হাসান, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার বিভাগ, জাহিদ হাসান মামুন। পরিচয় পর্ব শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে শর্ট কোর্সে আগত ছাত্রছাত্রীদেরকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। কম্পিউটার প্রশিক্ষণ (অফিস কোর্স) সম্পর্কে বিস্তারিত বর্ণনা ও তিন মাসের পরিকল্পনা উপস্থাপন করেন কোর্স কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল সাবিত। এরপর স্পোকেন ইংলিশ কোর্সে তিন মাসের ৩৬ টি ক্লাসে কী কী থাকবে তার উপর একটি সেশন পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সৈয়দ আরাফাত হোসেন তাজ, স্পোকেন ইংলিশ কোর্স কোঅর্ডিনেটর। এরপর আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে আকিজ গ্রুপের নিয়ন্ত্রণে পরিচালিত হাজী মোহাম্মদ মহসিন হল-এর হল সুপার ডি এম রবিউল ইসলাম শুদ্ধভাবে কোরআন শিক্ষা কোর্সের কোর্স কো-অর্ডিনেটর হিসাবে যাবতীয় তথ্য উপস্থাপন করেন। সবশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আলী হাফিজ মোঃ রাউফ-উল-বারী মহোদয়ের সমাপনী বক্তব্যে ও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।