Type to search

কলমে ঝুলে থাক স্বপ্ন 

সাহিত্য

কলমে ঝুলে থাক স্বপ্ন 

বিলাল মাহিনী
একেবারেই অপ্রত্যাশিত দেখা হয়েছিল আমাদের
তারপর কতো দিবস রজনী শব্দস্রোতে ভেসেছি দুজন তার কোনো ইয়াত্তা নেই
কতো স্বপ্ন ঝুলছে চোখের কোণে
কতো আশা বেঁধেছে বাসা
কতো রঙে রাঙিয়েছি ভালোবাসার দেয়াল
কতো ফুলে সাজিয়েছি মায়াবী বাসর
শব্দের দ্যোতনায় ছন্দের মিলন ও বিরহে কেটেছে অজস্র মুহুর্ত
পৃথিবীর সব সাগর নদী ঝিলের জলে সাঁতরেছি, ঝিনুক শাপলা পদ্ম তুলে পরিয়েছি তোমায়
টাইটানিকের মাস্তুলে জ্যাকের মতো বুকে জড়িয়ে ধরেছি তোমার ছায়া
হিম শীতল জলে বাহুডোরে বেঁধেছিলাম তোমায়
নিজে বরফের স্টাচু হয়ে তোমাকে রেখেছিলাম জীবন্ত প্রতিমা করে হৃদয় মন্দিরে
তারপরও তুমি শুধু কলমেই থেকে গেলে
একটাবারের জন্যও ফিরে এলে না
আমার জোছনায় ভরা মাটির ঘরে।
সন্ধ্যায় ছায়া নেমে এলে
তুমি তারা হয়ে জ্বলো আমার আকাশের কোলে
তখন স্থুল আবেগি মনটা মৃদু বাতাসে বকুল পাতার সাথে কেনো জানি দোলে
তুমি এলে আকাশের প্রদীপ নিভে যেতো
ঝরে যেতো সব ফুল
তুমি এলে নদী থেমে যেতো
ঢেউয়েরা হারাতো কূল।
তুমি ক্যামেলিয়া হয়ে বেঁচে থাকবে
আমার সমস্ত চৈতন্য জুড়ে..
কলমে ঝুলে থাকবে স্বর্গের স্বপ্নরানী হয়ে…।