চৌগাছায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

শ্যামল দত (যশোর) চৌগাছা প্রতিনিধিঃ
চৌগাছা উপজেলার পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড সমহের সদস্য সংগ্রহ নবায়ন সম্মেলনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২মার্চ) বিকাল ৪টার সময়ে মৃধাপাড়া মহিলা কলেজের সভাকক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়াজোনে কর্মীসভায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী স্বেচছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল( অবঃ)অধ্যাপক ডাঃ নাসির উদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু,বিশেষ বক্তা হিসাব উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদুজ্জামান মিটু,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন ও শেখ ইনামুল কবির,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু সাঈদ মানিক,যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব বাবু, সাংগঠন সম্পাদক ইমরান হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন,জগদীশ পুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন বিশ্বাস,সাধারণ সম্পাদক তাসিকুল ইসলাম সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।