চৌগাছায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ছায়াপথের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ভিত্তিক নাটক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯জানুয়ারী) বিকাল ৫ টার সময় উপজেলা বৈশাখী মঞ্চে স্বাধিনতা ভিত্তিক নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় সাংস্কৃতিক সংগঠন ছায়াপথের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ছায়াপথের সহ-সভাপতি অধ্যাপক শাহানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক সংস্কৃতি ব্যাক্তিত্ব দেবাশীষ মিশ্র জয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন ছায়াপথের সাধারণ সম্পাদক অরুপ রায়,যুগ্মসাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক মুক্ত বিশ্বাস,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সফিকুর রহমান, প্রচার সম্পাদক এইচ এম ফিরোজ, নির্বাহী আনিসুর রহমান, অধ্যাপক প্রদিপ চন্দ্র রায়।আলোচনা অনুষ্ঠান শেষে দেবাশীষ মিশ্র জয়ের পরিচালনায় স্বাধীনতা ভিত্তিক নাটক স্বাধীনতা ও ছায়াপথের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।