Type to search

রবিবার থেকে খুলছে সুন্দরবন-লাউয়াছড়া বনাঞ্চল

অন্যান্য

রবিবার থেকে খুলছে সুন্দরবন-লাউয়াছড়া বনাঞ্চল

করোনার কারণে প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকার পর রবিবার থেকে খুলছে সুন্দরবন এবং মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চল ও মাধবকুণ্ড জলপ্রপাত। করোনা সংক্রমণ এড়াতে পর্যটকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে বনবিভাগ।

সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে দেশি-বিদেশি পর্যটকদের।  করোনার কারণে গত ১৯শে মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের ঢুকতে নিষেধাজ্ঞা দেয়ার সাড়ে ৭ মাস পর খুলছে বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ ফরেস্ট। তবে, যারা বনে ঘুরতে যাবেন তাদের কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

দীর্ঘদিন পর সুন্দরবনে ঘোরার অনুমতি পাওয়ায় পর্যটকদের পাশাপাশি খুশি পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা।

এদিকে, করোনায় প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকার পর খুলছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানও। দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় নীরব-নিস্তব্ধ উদ্যানটি ফিরেছে আগের রূপে।

পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা- শ্রীমঙ্গলের মাধবকুণ্ড জলপ্রপাতও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে রবিবার থেকেই।

সূত্র, DBC বাংলা