Type to search

নড়াইলে দু’গরু চোরকে পিটিয়ে হত্যা॥ দু’মাসে ৩৫টির মতো গরু চুরির ঘটনা ঘটেছে ফেরীওয়ালা সেজে চুরির সাথে যুক্ত থাকার অভিযোগ

অন্যান্য

নড়াইলে দু’গরু চোরকে পিটিয়ে হত্যা॥ দু’মাসে ৩৫টির মতো গরু চুরির ঘটনা ঘটেছে ফেরীওয়ালা সেজে চুরির সাথে যুক্ত থাকার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বীড়গ্রামে গরু চোর সন্দেহে দু’ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ  পাওয়া গেছে। সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর পাশের শস্য ক্ষেতের মধ্য থেকে এবং দক্ষিণ পার্শ্বের মেহগনি বাগানের মধ্যে পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পরে লাশ দুটি নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
একজনের মৃতদেহে ভোটার আইডি কার্ডে নাম বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারুইডাঙ্গা গ্রামের গফুর শেখের পূত্র আসাদুল শেখের নাম উল্লেখ থাকলেও অন্যজনের কোন পরিচয় পাওয়া যায়নি। গত দু’মাসে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ছাড়াও চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস জানান,ইউনিয়নের বীড়গ্রামসহ আশেপাশের গ্রামে দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজখবর নিয়ে রাতের বেলা চুরি কাজে লিপ্ত হতো। বীড়গ্রামের সুশেন বিশ্বাসের ১টি,উজিরপুর গ্রামের রাম বিশ্বাসের ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার পর থেকে গ্রামের লোকজন পাহারা দেয়া শুরু করে। তিনি আরো জানান, একেরপর এক গরু চুরির ঘটনায় আতংকিত হয়ে কয়েক গ্রামের মানুষ প্রতি রাতে পাহারা বসিয়েছিল। এর মধ্যে এ অনাকাংখিত ঘটনা ঘটেছে। এর আগে এ ইউনিয়নের মুশুড়ি গ্রামের বিপুল বিশ^াসের ১টি, বীড়গ্রামের রচনা বিশ^াসের ১টি এবং দু’দিন আগে হরিচাঁদ বিশ^াসের ১টি গরু চুরি হয়। বিষয়টি সদর থানাও জানানো হয়েছে।
জানা গেছে, রোববার (২৫ডিসেম্বর) রাত আড়াইটার দিকে দুবৃত্তরা কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের রেমন্ত বিশ^াসের দু’টি গরু গোয়াল থেকে খুলে নিয়ে যায়। চুরি হওয়ার সঙ্গে সঙ্গেই গৃহকর্তা বিষয়টি বুঝতে পেরে গ্রামবাসীকে জানালে পাশর্^বর্তী মুশুড়ি, নড়াইল পৌরসভার বিজয়পুর ও উজিরপুর এলাকার মানুষ মোবাইল ফোনের মাধ্যমে শতাধিক মানুষ একত্রিত হয়ে গরু চোরদের ধাওয়া করে মারধর করলে দুজন ঘটনাস্থলে মারা যায়।
কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের সুশান্ত বিশ^াসের স্ত্রী রচনা বিশ^াস জানান, এক মাস আগে প্রায় ১লাখ টাকার গরু তার গোয়াল থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় আমি সদর থানায় জিডিও করেছি। বীড়গ্রামের কয়েকজন জানান, নিহত একজনকে রোববার দিনের বেলায় মুড়ির তৈরি মোয়া বিক্রি করতে দেখা গেছে।
নড়াইল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর উজিরপুর এলাকার বাসিন্দা রাজু মোল্যা জানান, শুনেছি ৫-৭জন গরু চোর গত রাতে এলাকায় প্রবেশ করে। এর মধ্যে ৫জন পালিয়ে গেলেও ২জনকে এলাকাবাসী ধরে ফেলে গণধোলায় দিলে তাদের মৃত্যু ঘটে। এর আগে দেড় মাস আগে একই রাতে উজিরপুর এলাকার রামপদ বিশ^াসের ৫টি ও প্রশান্ত বিশ^াসের ১টি গরু চুরি হয়।
এদিকে সদরের আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশ জানান, গত দেড় মাসের মধ্যে তার ইউনিয়নের লস্করপুর ইউনিয়নের হাসেম কাজীর ৫টি, কুতুব মোল্যার ৩টি ও হক মোল্যার ১টি এবং মুড়দাইড় গ্রামের ইমরান চৌধুরীর ২টি গরু চুরি হয়েছে। এছাড়া ভদ্রবিলা ইউপি চেয়ারম্যান সজিব মোল্যা জানান, তার ইউনিয়নের মেম্বর রায়খালী গ্রামের রুমিছা বেমমের ২টিসহ ৪টি গরু চুরি হয়েছে।
প্রসঙ্গত, নড়াইলে সম্প্রতি চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ফুটবল বিশ^কাপের ফাইনাল খেলার রাতে নড়াইল পৌরসভার প্রাক্তন মেয়র প্রয়াত জাহাঙ্গীর বিশ^াসের দোকানের সামনে থেকে ১২টি ব্যারেলে ২৯শ লিটার ডিজেল খোয়া যায়। যার মূল্য ব্যারেলসহ ৩লাখ ৪০ হাজার টাকা। গত শনিবার দুপুরে শহরের উপজেলা পরিষদের পাশের্^ একটি স’মিলের সামনে থেকে খবির মোল্যার ইজিভ্যান চুরি হয়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি ইজিবাইক ও ইজিভ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, সম্প্রতি নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় গরু চুরি বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় এলাকাবসীকে উদ্বুদ্ধ করে পাহারার ব্যবস্থা করতে বলা হয়েছিল। তার মধ্যে অনাকাংখিতভাবে দুজনকে মেরে ফেলার ঘটনা ঘটেছে। শোনা যাচ্ছে, এসব দুবৃত্তরা ফেরীওয়ালা সেজে এসব অপরাধে যুক্ত হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদি মামলা হবে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।