চৌগাছায় “বৈষম্য বিরোধী বিল – – ২০২২ “পাশের দাবিতে মানববন্ধ

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জাত পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে মহান জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল ২০২২ অবিলম্বে পাশ করতে হবে এই উপলক্ষে মানববন্ধন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টার সময় ভাস্কর্য মোড়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোল উপজেলা কমিটির সভাপতি প্রকাশ চন্দ্র বিশ্বাস দাবি উত্থাপন করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন অশ্রুমোচন মহিলা ও শিশু
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শোভা
রানী বাড়ৈ, সমতা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক শ্যামল দত্ত, যশোর জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য আজার আলী, দলিত নেত্রী
দিপা বিশ্বাস, কমিটির সদস্য শিপন দাস,সুনিতা দাস,কিরোন দাস্্ সুব্রত দাস, মিঠুন দাস, মিনী দাস,অনু দাস, পাথ দাস, সহ উপস্থিত ছিলেন অশ্রুমোচন সংস্থার সভাপতি রুপালী বিশ্বাস, মানব বদন অনুষ্ঠান সঞ্চালনা করেন অশ্রুমোচন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন ।