অভয়নগরে কৃষক নেতা সুফল চন্দ্র বিশ্বাসের শোকসভা অনুষ্ঠিত

নওয়াপাড়া অফিস:
অভয়নগরে সদ্য প্রয়াত কৃষক নেতা, অধ্যাপক সুফল চন্দ্র বিশ্বাসের এক সম্রণ সভা শনিবার বিকালে নওয়াপাড়া সাম্যবাদী আন্দোলনের অফিসে অনুষ্ঠিত হয়। বাম প্রগতিশীল নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালন করেন প্রভাষক চিন্ময় কুমার বিশ্বাস। সভার শুরুতে প্রয়াত নেতার স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। সভয় অধ্যাপক সুফল চন্দ্র বিশ^াসের ছেলে সুবেশ বিশ্বাস ও কনিষ্ঠ কন্যা তিথি বিশ্বাস উপস্থিত ছিলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন ডা.মোঃ শহিদুল হক, অধ্যাপক ও সাংবাদিক চৈতন্য কুমার পাল, কমিউসিষ্ট নেতা কিশোর অধিকারী, অধ্যাপক অনিল বিশ্বাস প্রমুখ।