Type to search

রাশিয়ায় ভেজাল মদ পানে ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক

রাশিয়ায় ভেজাল মদ পানে ২৯ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স

রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে ভেজাল মদ পানে চলতি সপ্তাহে ২৯ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। রাজধানী মস্কো থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর ওরেনবার্গ।

শনিবার রুশ কর্তৃপক্ষ জানায়, কাজাখস্তানের কাছে স্থানীয়ভাবে বানানো মেনথল মিশ্রিত স্পিরিট খেয়ে মারা যান তারা। এ ঘটনায় অবৈধ স্পিরিট উৎপাদন ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট নয়জনকে আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মদ তৈরির গুদাম থেকে বিষাক্ত মেনথল জব্দ করা হয়েছে।

আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির একটি সংবাদ সংস্থা আরআইএ জানায়, চলতি সপ্তাহেই বিষাক্ত মদ পানে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে সাইবেরিয়ায় ব্যাপকভাবে মদে ভেজাল মেশানোর ঘটনায় বিভিন্ন ধরনের পানীয় ও ওষুধে ইথানল ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের আদেশ দেয় দেশটির সরকার।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *