Type to search

চৌগাছা ৩৫টি মোটরসাইকেল জব্দ

চৌগাছা

চৌগাছা ৩৫টি মোটরসাইকেল জব্দ

শ্যামল দত্ত( যশোর)চৌগাছা থেকে ঃ

চৌগাছায় যশোর জেলা ট্রাফিক পুলিশ ৩৫টি মোটরসাইকেল জব্দ করে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত বাজারের বিভিন্ন স্টান্ড ও  পার বাজার  বিভিন্ন গলিতে  মোটরসাইকেল আটক করেন।যাদের মোটরসাইকেলের লাইসেন্স নেই, হেলমেট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই তাদের মোটরসাইকেল জব্দ করেছেন। ৩৫ টি মোটরসাইকেল জব্দ করেন যশোর জেলা ট্রাফিক পুলিশের  সার্জেন্ট
সনৎ কুমার বিশ্বাস । চৌগাছা থানার ডিউটি অফিসার জারাফিন খাতুন বলেন যশোর জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট সনৎ কুমার বিশ্বাস ৩৫ মোটরসাইকেল জব্দ করেন  থানার হেফাজতে রেখে গিয়েছেন। যশোর জেলা ট্রাফিক পুলিশ চৌগাছা মোটরসাইকেল জব্দ করার কাজে সার্বিক সহযোগিতা করেছেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ।