Type to search

র‌্যাবের অভিযানে যশোরে  শানু হত্যা মামলার আসামী মুরগি সোহেল  গ্রেফতার

যশোর

র‌্যাবের অভিযানে যশোরে  শানু হত্যা মামলার আসামী মুরগি সোহেল  গ্রেফতার

স্টাফ রিপোর্টার: গত সোমবার( ২৬/০৯/২২ খ্রিঃ)১১.৩০ টায় র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পেরএকটি আভিযানিক দল গোপন  সংবাদের ভিত্তিতে আলী আনসার হোসেন শানু হত্যা মামলার  ২নং আসামী মুরগী সোহেল(২৫) কে শেরপুর জেলার শ্রীবরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গেফতার করে। সোহেল ন শংকরপুর মুরগীর ফার্ম এলাকার রাইপাড়া এলাকার রজব আলীর পুত্র।

ঘটনার বিবরণে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে গত ইং৩০/০৮/২২ খ্রিঃ তারিখ অনুমান বিকাল ০৪.৩০ ঘটিাকার সময় অত্র মামলার ভিকটিম আলী আনসার হোসেন@ শানুতার চাঁচড়া কয়লাপট্টি পেপসি কোম্পানির অফিসে বসে ছিলেন তখন অত্র মামলার আসামী ১। রকি (২২),২। সেহেল@ মুরগী সোহেল(২৫), ৩। সজল (২৮), ৪। প্রিন্স (২৭), ৫।সজীব (২৩), ৬। কাদের (৩২), ৭। সবুজ (২৯) গন ভিকটিমেেক তার পেপসির অফিস থেকে ডেকে নিয়ে কয়লাপট্টি রায়পাড়া মোড়ে নিয়ে যায় এসময় আসামীগন ভিকটিমকে হাত পা চেপে ধরে এবং ভিকটিমের পেটে ধারালো চাকু দিয়ে পেটের ডান পাশের্^ স্বজোরে আঘাত করিলে ভিকটিম মারাতœক রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেলে রেফার্ড করে। খুলনা মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসারত অবস্থায় গত ০২/০৯/২০২২ ভিকটিম মৃত্যু বরন করেন। এ সংক্রান্তেভিকটিমের মা চায়না আক্তার মিতা (৪০), যশোর  জেলার কোতয়ালী মডেল থানায় মামলা নং- ১৩/৮৯৪, তারিখ- ০২/০৯/২০২২ইং, পেলান কোড ৩০২/৩৪ ধারায়একটি হত্যা মামলা রুজু করেন।

 

খবর: বিজ্ঞপ্তির