চৌগাছায় শিক্ষক সমাজের ধুলিয়ানী ইউনিয়ন কমিটি

চৌগাছা প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (রেজি:১২১৯৮/১৫) যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪আগস্ট) উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহাজামাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কোমল কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসাদুজ্জামান, মহিলা সম্পাদিকা আমেনা খাতুন। ক্রীড়া সম্পাদক হয়েছেন মোঃ সামনুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা রুমা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হুদা, মোঃ নাসির উদ্দিন ও নাসরিন সুলতানা এবং সংগঠনের যশোর জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান। সম্মেলন সঞ্চালনা করেন চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক অভীজিৎ কুমার রায়।
সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ,বি, সিদ্দিক, সহযোগি নির্বাচন কমিশনার মোঃ আব্দুস সালাম, নূর জাহান খাতুন, মোঃ আনারুল ইকবাল এবং অলিয়ার রহমান।
এসময় সংগঠনের উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী আল মাসুদ, মোঃ মফিজুল আলম, খবির উদ্দিন, নুরুল কবির উজ্জ্বল, নয়ন আক্তার, তরিকুল ইসলাম, সুব্রত রায়, ফয়সাল, হারুন অর রশিদ, শামনুর রহমান, সেলিম রেজা, রবিউল ইসলাম, নান্নু, রহমান, শরিফুল ইসলাম, জাহিদ হোসেন প্রমুখ।