Type to search

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ কোটি মানুষ যুক্ত হবে : নৌ-প্রতিমন্ত্রী

জাতীয়

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ কোটি মানুষ যুক্ত হবে : নৌ-প্রতিমন্ত্রী

নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স মাঠে যে ভাষণ দিয়েছিলেন, তাঁর সেই ভাষণ শুধু রেসকোর্স মাঠেই সীমাবদ্ধ ছিল না, সাড়ে ৭ কোটি বাঙালির হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তেমনি ৫০ বছর পরে বাংলাদেশ এমন একটি দিন উদযাপন করতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানও শুধু লাখ লাখ মানুষ নয়, ১৭ কোটি মানুষ যুক্ত হবে।

এসময় নৌ-পরিবহণমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভায় কেউ বলছে ১০ লাখ, কেউ বলছে ২৫ লাখ, কেউ বলছে ৩০ লাখ মানুষের উপস্থিতি হবে। আসলে এটা বড় বিষয় নয়। বাংলাদেশের ১৭ কোটি মানুষই সেদিন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবে। সবারই দৃষ্টি থাকবে এখানে। কাজেই এটা সংখ্যা দিয়ে নিরুপণ করা যাবে না।

নৌ-প্রতিমন্ত্রী জনসভার প্রস্তুতি সম্পর্কে বলেন, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, সেতু বিভাগ, জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সবাই সমন্বিতভাবে জনসভা সফল করতে কাজ করছে। দক্ষিণাঞ্চল থেকে যেসকল লঞ্চ এখানে আসবে সেগুলো এখানে যাতে ভালভাবে ভিড়তে পারে, সে ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য এখানে ২০টি পন্টুন বসানো হচ্ছে। পানির উচ্চতা বাড়লে যাত্রী নামাতে ট্রলারও থাকবে।