মণিরামপুরে ট্রাফিক পুলিশের পাঁচ ঘন্টার অভিযান ৪০টি মোটরসাইকেল আটক

এইচ এম জুয়েল রানা: যশোরের মণিরামপুরে ৫ ঘন্টা অভিযান চালিয়ে একদিনে ৪০টি মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন যশোর ট্রাফিক পুলিশের (টি এস আই) জি এম সরোয়ার আলম। ট্রফিক পুলিশের (এটি এসআই) জাফর সহ কনস্টেবল অমল।
রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যান্ত শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন, প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় এসব মোটরসাইকেল ও চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলি আটক করে মণিরামপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
ট্রফিক পুলিশের (টি এস আই) জি এম সরোয়ার আলম বলেন,নিবন্ধন না থাকা ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসইকেল চালকদের নানা অংকের জরিমানা করা হয়েছে।মোটরসাইকেল গুলি আটক করে মণিরামপুর থানায় দেওয়া হয়েছে।