অভয়নগরে বাঘুটিয়া ইউনিয়ন কৃষকলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কবিরুল ইসলাম, বাঘুটিয়া ইউনিয়ন প্রতিনিধি (অভয়নগর) :
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল রবিবার বিকাল ৫ ঘটিকায় বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাঘুটিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনির হাসান তাপস, উপজেলা আওয়ামীলীগনেতা আকরামুজ্জামান কুদ্দুস, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নওয়াপাড়া পৌর কাউন্সিলর রোকেয়া বেগম, বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মোঃ ইয়াহিয়া।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের যুগ্মসম্পাদক জাহিদ গাজী, যুগ্মসম্পাদক ইমরান সরোয়ার মোল্যা, ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, প্রবীন আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ওক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোল্যা হাফিজুর রহমান, ইউপি সদস্য জিয়াউর রহমান চৌধুরী প্রমুখ।
আলোচনাসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রধান শিক্ষক শরীফ মোঃ ইয়াহিয়া।