কেশবপুরে ৪ তক্ষকসাপসহ দুই ব্যক্তি আটক, ১২ হাজার টাকা জরিমানা

কেশবপুরে ৪ তক্ষকসাপসহ দুই ব্যক্তি আটক। ভ্রাম্যমান আদালতে ১২ হাজার টাকা জরিমানা
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে ৪ তক্ষকসাপ সহ দুই পাচারকারীকে এলাকাবাসি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১২ হাজার টাকা জরিমানা করছেন ।
জানা গেছে, কেশবপুর উপজেলার সন্যাসগাছা গ্রাম থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪ তকক্ষসাপ সহ পাচারকারী দলের দুই সদস্যকে এলাকাবাসী আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল থেকে ৪ টি তকক্ষসাপ সহ তাদেরকে আটক করে। আটক কৃতরা হলেন, সন্যাসগাছা গ্রামের মৃত হোসেন আলী জোয়ার্দারের পুত্র আব্দুল হালিম জোয়ার্দার ও তালা উপজেলার লিয়াকত আলীর স্ত্রী আকলিমা বেগম। এরপর খবর পেয়ে কেশবপুর উপজেলা সহকারী কমিশনর (ভূমি) আরিফুজ্জামান তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, আটক দুই জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ##