নাওয়া-খাওয়া ভুলে ব্যাস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

স্টাফ রিপোর্টার
শরৎ ঋতুকে স্মরণীয় করতে ভক্তদের দোর গোড়ায় কড়া নাড়ছে শারদীয় দূর্গোৎসব। হাতে বেশি সময় না থাকায় নাওয়া খাওয়া ভুলে দিন-রাত কাজ করে চলেছেন মৃৎ শিল্পীরা। অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের গ্রামগুলোর সবখানেই দেখা যায় প্রায় একই ধরনের দৃশ্য। এবছর সুন্দলী ইউনিয়নে মোট পুজামন্ডপের সংখ্যা ১৪টি। তবে সবচেয়ে বেশি পরিমান পূজা মন্ডপ তৈরী হচ্ছে রামসরা গ্রামে, পুজা মন্ডপ সংখ্যা ৪টি। সবদিক থেকে সুন্দলী ইউনিয়নে সবচেয়ে বড় পরিসরে দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে সুন্দলী সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা পুজা মন্দিরে। বৃহৎ পরিসরে পুজার আয়োজনের কথা জানতে চাইলে সুন্দলী পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সজীব বিশ^াস কৃষ্ণ বলেন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ভক্তদের জন্য আরাধ্য শক্তির দেবীর আরাধনার পরিবেশ তৈরী করতে আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি। আগামী ১১ অক্টোবর সোমবার ষষ্ঠীতে নিহার চ্যাটার্জীর পৌরহিত্যে মঙ্গল ঘট স্থাপন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দূর্গা পুজার শুভ উদ্ভোধন হবে।