অভয়নগরে কঠোর অবস্থানে আর্মি, পুলিশ ও উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে সেনা বাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।আজ বৃহস্প্রতিবার সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার বিভিন্ন সড়কের প্রবেশমুখে পাহারা বসানো হয়। অভিযানে নের্তৃত্বে ছিলেন, যশোর অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ র্সাকেল মুকিত সরকার, সেনাবাহিনীর (ওয়ারেন্ট) অফিসার উসমান, উপজেলা নির্বাহী অফিসার আমিনূর রহমান ও উপজেলা (ভ’মি) নারায়ন চন্দ্র পাল, সহ অভয়নগর থানার ওসি কে এম শামিম হাসান। এ ছাড়া আনসার বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেব সংগঠন এ অভিযানে অংশ নেয় । অভিযানে
সড়কের দোকানিদের দোকান না খুলতে এবং স্বাস্থ্য বিধি ও লকডাউনের শর্তাবলি মেনে চলতে উদ্বুদ্ধ করানো হয়। এতে সকাল থেকেই নগরে জনসমাগম কমে আসে।