অভয়নগরে রাজাপুর বিবেকানন্দ যুব সংঘের সহযোগিতায় ম্যাপ সদস্যদের ট্রেনিং অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
আজ ১৩/০৬/২০২১ ইং-রোজ রবিবার ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিল কতৃক আয়োজিত যশোর জেলার,অভয়নগর উপজেলার,সুন্দলী ইউনিয়নের, রাজাপুর বিবেকানন্দ যুব সংঘের (CSO) সহযোগিতায় ম্যাপ সদস্যদের ZOOM APPS এর উপর ট্রেনিং অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রেনিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলে কর্মরত (RC)জনাব মোঃকামরুল হোসে।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিটিশ কাউন্সিলে কর্মরত (DF) মোঃমহিউদ্দিন আহমেদ।ট্রেনিংয়ের সার্বিক সহযোগী(CSO) হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামল রায় (সাধারণ সম্পাদক,২ং সুন্দলি ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ)
এ সময় উক্ত ট্রেনিং এ সকল সদস্য জুম এ সংযুক্ত ছিলেন।
Attachments