Type to search

করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে পশুর হাটের সংখ্যা, এবার কোরবানির পশুর হাট ২২টি

জাতীয়

করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে পশুর হাটের সংখ্যা, এবার কোরবানির পশুর হাট ২২টি

অপরাজেয়বাংলা ডেক্স:  ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে এবার কোরবানির পশুর ২২টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১৩টি হাট বসবে ঢাকা দক্ষিণে। ৯টি বসবে ঢাকা উত্তরে। এর বাইরে স্থায়ী হাট গাবতলী এবং দক্ষিণে হাট সারুলিয়ায়ও পশু কেনাবেচা হবে। ইতোমধ্যে হাট ইজারার ঘোষণাও দিয়েছে দুই সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণে হাটগুলো হচ্ছে, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা।

পাশাপাশি লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

ডিএনসিসির অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর), কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজসংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা।

এছাড়াও উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের ই-ব্লকে (সেকশন-৩ এর খালি জায়গা), উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ, ২ নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে পশুর হাট বসানোর জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, করোনা সংক্রমনের কারণে আপাতত আমাদের এটাই সিদ্ধান্ত। পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আসতে পারে। আমরা সব সময়ই চায়, কোবরানীর হাট জমে উঠবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্ধতন কর্মকর্তা জানান, যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে ১৩টি হাট বসবে। পরিস্থিতি খারাপ হলে কমতে বা ভিন্ন ভাবে চিন্তা করা হবে। সূত্র,আমাদের সময়.কম