সুন্দলীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

শামছুজ্জামান মন্টু, ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে করোনা ভাইরাস জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা প্রভাষক সমীরণ সরকারের পরিচালনায় সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব এনামুুল হক ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মৃনাল কান্তি বিশ্বাস ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজারী লাল মল্লিক, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শীলাদিত্ত বিশ্বাস, ইউপি সদস্য প্রকাশ বিশ্বাস, তুষার কান্তি বিশ্বাস, পবিত্র বিশ্বাস, রাজকুমার হালদার, মৃত্যুঞ্জয় বিশ্বাস, মহিলা ইউপি সদস্য দীপু রানী বর্মন, মিনতী রানী বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহামারী করোনা ভাইরাস বাংলাদেশ সহ সারা বিশ্বে এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে। নতুন ধরণের করোনা ভাইরাসে আক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার বিভিন্ন দিক নির্দেশনা বিষয়ের উপর আলোচনা সভায় তুলে ধরেন বক্তারা।