Type to search

ঝিকরগাছা পৌরসভার মেয়রের ব্যতিক্রম উদ্যোগ

ঝিকরগাছা

ঝিকরগাছা পৌরসভার মেয়রের ব্যতিক্রম উদ্যোগ

ঝিকরগাছা পৌরসভার মেয়রের ব্যতিক্রম উদ্যোগ
জন্মনিবন্ধন অভিনন্দনপত্র, মিষ্টি উপহার ও মৃত্যুনিবন্ধনে শোকবার্তা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছন। মঙ্গলবার সকালে পৌর অভ্যন্তরে ৭ ও ৯ নং ওয়ার্ডের নবজাতক শিশুদের (০-৪৫) দিনের মধ্যে জন্মনিবন্ধন করায় পৌর সদরের ৭নং ওয়ার্ড পুরন্দুরপুর গ্রামের বাসিন্দা আরফিন আলমের ছেলে আবিদ বিন আরফিন, সোহেল হোসেনের ছেলে মুস্তাকিন হোসেন, ৯নং ওয়ার্ড হাজেরালী গ্রামের বাসিন্দা হারুন অর রশিদের ছেলে আবু বুখারী, আজগর আলীর ছেলে আরাফ হোসেন এর পরিবার হল ডিজিটাল বাংলাদেশের সচেতন পরিবার হওয়ায় নবজাতক শিশুদের পিতা-মাতার হাতে শুভেচ্ছা স্বরূপ জন্মনিবন্ধন সনদ, অভিনন্দন পত্র ও মিষ্টি উপহার এবং পৌর সদরের ৭নং ওয়ার্ড পুরন্দুরপুর গ্রামের বাসিন্দা মরহুম হাসান কবির রেজা ও ৯নং ওয়ার্ড হাজেরালী গ্রামের বাসিন্দা মরহুম আব্দুর রহমানের পরিবারের সদস্যদের হাতে, শোকবার্তা ও মৃত্যু নিবন্ধন সনদ, তুলে দেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় তার সাথে ছিলেন, প্যানেল মেয়র আমিরুল ইসলাম রাজা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নাজমুন নাহার সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, যশোরের জন্ম মৃত্যু নিবন্ধনে আগস্ট-২০২২ এ জেলায় সকল পৌরসভার মধ্যে ও ঝিকরগাছা উপজেলার সকল ইউনিয়নের মধ্যে প্রথম স্থান অর্জন করে ঝিকরগাছা পৌরসভা। যার কারণে বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকালে যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত উপস্থিত হয়ে ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা ও কাউন্সিলরদেরকে অভিনন্দন জানিয়ে পুরুস্কৃত করেন।