Type to search

এমপি হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল

আইন কানুন জাতীয়

এমপি হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল

অপরাজেয় বাংলা ডেক্স : দুর্নীতি মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৯ মার্চ) আপিলের আবেদনের প্রেক্ষিতে এ রায় ঘোষণা করেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এর আগে, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।

এরপর, ২০০৯ সালের অক্টোবরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে হাইকোর্ট হাজী সেলিমের সাজা বাতিল করলে দুর্নীতি দমন কমিশন ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে।

আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।

সূত্র, DBC বাংলা