Type to search

নতুন বছরে লেনদেনের প্রথমদিনেই ডিএসই’তে রেকর্ড উত্থান 

অর্থনীতি

নতুন বছরে লেনদেনের প্রথমদিনেই ডিএসই’তে রেকর্ড উত্থান 

অপরাজেয় বাংলা ডেক্স
নতুন বছরে লেনদেনের প্রথমদিনেই রেকর্ড উত্থান ঢাকার পুঁজিবাজারে। দিনশেষে সূচকের বড় উত্থান হয়েছে ডিএসইতে। লেনদেন ছুঁয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।  

 

ডিএসই’তে আজ দিনশেষে মোট সূচক বেড়েছে ২১৬ পয়েন্ট। আর ডিএসই এক্স পৌঁছে গেছে ৫ হাজার ৬১৮ পয়েন্টে। বেড়েছে ডিএসই’র বাছাই ও শরীয়াহ্ সূচকও। দুই ইনডেক্সে যোগ হয়েছে ৫৭ ও ১১৪ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে এক হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকা।

বাজারে দর বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। দরবৃদ্ধির তালিকায় রয়েছে বেক্সিমকো ফার্মা, আইএফআইসি, বেক্সিমকো, লাফার্জ হোলসিম, লঙ্কাবাংলা ফিন্যান্স ও স্কয়ার ফার্মা। আজ বেক্সিমকো ফার্মার দর বেড়েছে ১৯ টাকা। শেয়ারটি আজ সবশেষ লেনদেন হয়েছে ২০৯ টাকা ৫০ পয়সায়। অন্যদিকে বেক্সিমকোর দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা। শেয়ারটির সবশেষ লেনদেন হয়েছে আজ ৬২ টাকা ৭০ পয়সায়।

আর দিনশেষে ডিএসই’তে আজ সব মিলিয়ে শেয়ার দর বেড়েছে ২৫৩টি কোম্পানির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

 

সূত্র, DBC বাংলা