মনিরামপুর সোনালী ব্যাংকে ঝাড়ুর লাঠিতে পতাকা উত্তোলন !

জি, এম ফারুক আলম, মনিরামপুর থেকে:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের মনিরামপুর সোনালী ব্যাংক শাখায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় একটি ঝাড়–র হাতলে বেঁধে। বিষয়টি স্থানীয় জনগণের নজরে পড়লে খবর পেয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অনেকেই তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, খবর পেয়ে সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি দেখি। এরই মধ্যে ব্যাংকের সামনে টানানো জাতীয় পতাকার ওই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
জাতীয় পতাকা উত্তোলন তথা দিবসটি পালন উপলক্ষে শাখা ব্যাবস্থাপক ফারুকুজ্জামান সকালে ব্যাংকে আসেননি। খোঁজ-খবর নিয়ে জানাযায় ব্যাংক শাখার দারোয়ানের (আনছার সদস্য) উপর দায়িত্ব দেন শাখা ব্যবস্থাপক। নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তাদের মোবাইল ফোনে জানানোর পর তিনি ঘটনাস্থলে আসেন। এরই মধ্যে জাতীয় পতাকা অবমাননার জন্য যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের উপর দাবী তোলেন শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য।
এ ব্যাপারে মনিরামপুর সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামান বলেন, পতাকাটি বাঁধা ওইটি ঝাড়–র হাতল না। বিষয়টি ভিন্নভাবে নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংক শাখাটির কর্মকর্তাগণ বিভিন্ন ভাবে চেষ্টা করছেন সাধারন ক্ষমা করার জন্য। তবে ১৬ই ডিসেম্বরের বিভিন্ন কর্মসূচী নিয়ে ব্যস্ত থাকায় এ ব্যাপারে কার্যতো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি জানানো হয়েছে তিনি আশ্বস্থ করেছেন শাখা ব্যবস্থাপককে প্রত্যহার করা হবে।