Type to search

চৌগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয়

চৌগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যশোর-২ ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, পৌরসভার মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা খানম,চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিক,ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম,পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল,হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল কদর, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, সমবায় কর্মকর্তা অহিদুর রহমান,মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।