Type to search

চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

খেলাধুলা

চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

শ্যামল দত্ত চৌগাছা(যশোর) প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে  শহরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) গুনঞ্জন বিশ্বাস, ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তৃতা শেষে অতিথিরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়ে ফুটবল দল এ খেলায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে থেকে বঙ্গমাতা ২টি ও বঙ্গবন্ধু ২ টি মোট ৪টি দল আজ মঙ্গলবার খেলায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বঙ্গমাতা রামকৃষ্ণপুর দল ও বঙ্গবন্ধু সলুয়া দল বিজয়ী হয়।