৭ মাস জেল খেটে দেশে ফিরলো ভারতের ১৩ জেলে

অনলাইন ডেস্ক:বাংলাদেশে প্রায় ৭ মাসের কারাভোগের পর স্বদেশে রওনা হয়েছেন ১৩ ভারতীয় জেলে। শনিবার সকালে আদালতের নির্দেশে বাগেরহাট কারাগার থেকে ছাড়া পেয়ে এসব জেলে দুপুরেই ট্রলার নিয়ে মোংলা থেকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার উদ্দেশ্যে সমুদ্র পথে রওনা দিয়েছেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ আহরণ কালে গত বছরের ৮ আগস্ট ভারতীয় এফবি স্বর্ণতারা নামের ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। এরপর কোস্টগার্ড তাদেরকে পুলিশে হস্তান্তর করার পরদিন বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাদেরকে জেলহাজতে পাঠায়। শনিবার সকালে আদালতের নির্দেশে প্রায় ৭ মাস কারাভোগ শেষে এসব জেলে ছাড়া পান। ছাড়া পেয়ে মোংলা কোস্টগার্ডের মাধ্যমে ট্রলার নিয়ে দুপুরে এসব জেলে ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার উদ্দেশ্যে সমুদ্র পথে রওনা দিয়েছেন।
স্বদেশে রওনা হওয়া জেলেরা হলেন ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার সাইফুদ্দীন হাওলাদার, কমলকান্ত, সাবের আলী, অলি মোল্লা, রজ্জব শেখ, ইউনুস শেখ, ঝন্টু দাস, স্বপন দাস, আব্দুল মীর, মিলন ঘরামী, স্বর্ন কুমার ঘরামী, সুবেদ ও মলয়।
উল্লেখ্য, এর আগে ৩ মাস ২০ দিন কারাভোগ করে গত ২৩ ডিসেম্বর মোংলা থেকে ভারতে ফিরেছে আরো ১৩ জেলে।
সূএ:বাংলাদেশে প্রতিদিন