Type to search

৪১তম বিসিএস পরীক্ষায় চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত কেশবপুরের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

কেশবপুর

৪১তম বিসিএস পরীক্ষায় চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত কেশবপুরের ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর

 ৪১তম বিসিএস পরীক্ষায় চুড়ান্ত সুপারিশপ্রাপ্ত যশোরের কেশবপুর উপজেলার ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শওকত আরা আমিন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আছাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক দীলিপ মোদক ও সহকারী অধ্যাপক মশিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।
বিসিএসে সুপারিশপ্রাপ্তরা হলো প্রশাসনে রয়েছেন, উপজেলার বড়েঙ্গা গ্রামের লিয়াকত আলীর মেয়ে জিনাত সুলতানা ও সুফলাকাটি গ্রামের সমীর কুন্ডুর ছেলে সুকান্ত কুন্ডু। এ ছাড়া সাধারণ শিক্ষায় হাবাসপোল গ্রামের আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম, আড়ুয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে বিল্লাল হোসেন ও আলতাপোল গ্রামের রুহুল আমিনের ছেলে শরীফুজ্জামান।