সৌদি আরবে ২০ জুলাই ঈদ, দেশে আজ চাঁদ দেখা কমিটির বৈঠক

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা কমিটির সভা শেষে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করা হবে।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে ২১ জুলাই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে পুরো বিষয়টিই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।সূত্র, ইত্তেফাক