Type to search

সাতক্ষীরা তালায় ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ

জেলার সংবাদ

সাতক্ষীরা তালায় ভর্তুকি মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ

                                 

 

শেখ নাজমুল হাসান (মিঠু)  সাতক্ষীরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সমৃদ্ধির ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তারিকুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, তালা, সাতক্ষীরা; তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শুভ্রাংশু। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহোদয় কৃষক কৃষ্ণপদ মণ্ডল, পিতা দুলাল মন্ডল, গ্রাম মাদরা তার কাছে ধান গম কাটা-মাড়াই ও বস্তাবন্দি করার জন্য একটি মেশিন যার বর্তমান মূল্য ২২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। উক্ত মেশিনটির সরকারী ভর্তুকি ১০ লক্ষ ২৫ হাজার টাকা। ফলে কৃষক দিবেন ১২ লক্ষ ২৫ হাজার টাকা কিস্তির সুবিধার আওতায়। উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন জানান FM World Combined Harvester যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় ৩ বিঘা জমির ধান কেটে বস্তাবন্দি করা যায়, যার খরচ ১৩ শ টাকা। ধান কাটার সময় অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকের সংকট দেখা দেয়, ফলে মেশিনটি ব্যবহারে শ্রম কম লাগবে এবং কৃষকের খরচ বাঁচবে, অপচয় কম হবে, উৎপাদন বৃদ্ধি হবে। জনাব তারিকুল হাসান জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের এমন উদ্যোগ কৃষিতে একটি মহা বিপ্লব ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।