র্যাব-৬, যশোর কর্তৃক ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
ঘটনার বিবরণঃ ইং ১৬/০২/২০২২ তারিখ সময় ১৫.০৫ ঘটিকায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন জেলা স্কুল মোড়ে জনৈক আনোয়ার কবির এর হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কালাম (৪০), পিতা- মৃত মোঃ তৈয়ব আলী, মাতাঃ ফজেরা খাতুন, সাং- টালিখোলা, থানাঃ কোতয়ালী মডেল, জেলাঃ যশোর’কে (১) ইয়াবা ১৬০ পিস, ও (২) মোবাইল -০২ টি ও (৩) সিম-০২ টি সহ হাতেনাতে গ্রেফতার করে।
উদ্ধারকৃত আলামত সহ আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।