র্যাব-৬, যশোর এর অভিযানে ০১ জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার।

র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ২৫/০৪/২২ খ্রিঃ তারিখ ১৮.৫০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুরামনকাঠি বাজারে অভিযান পরিচালনা করে যশোর জেলার জিআর নং-১৩১/২১ মূলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ আলম মন্ডল (৪০), পিতা- মোঃ শামছুদ্দিন মন্ডল, মাতা- মোছাঃ কামলা খাতুন, সাং- ছাতিয়ানতলা, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে ধৃৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।