Type to search

কেশবপুরে ঘর  ও জমি পেলেন ৬১ ভূমিহীন পরিবার

অন্যান্য কেশবপুর

কেশবপুরে ঘর  ও জমি পেলেন ৬১ ভূমিহীন পরিবার

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর :
যশোরের কেশবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন ৬১টি পরিবার পেলেন ভূমি ও ঘর। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে মঙ্গলবার দুপুরে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরঅফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।