র্যাব-৬, যশোর এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় ঔষধ ও ইনজেকশন সহ ০১ জন মহিলা গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
১। র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
২। ঘটনার বিবরণঃ ইং ০৩/০১/২২ খ্রিঃ তারিখ ১৪১০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার, এম নাজিউর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পৌরসভার ০৬ নং ওর্য়াডে ভবারবেড় সাকিনস্থ বল ফিল্ডের দক্ষিনে হোল্ডিং নং- ৬১৯ আবুল হোসেনের ঘরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। নার্গিস আক্তার (৪৩), স্বামী- মোঃ ইদ্রিস আলী, পিতা: মৃত আশিকুর রহমান, সাং-ভবারবেড় বল ফিল্ডের নিকট, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে (১) ২৪১০ (দুই হাজার চারশত দশ) পিচ ভারতীয় তৈরি ঔষুধ ও ইকজেকশন, (যাহার আনুমানকি বাজার মুল্য = ১৮,৩১,১৭০/- টাকা) সহ হাতে নাতে গ্রেফতার করে। উক্ত ভারতীয় তৈরি ঔষুধ ও ইকজেকশন সরকারি ট্যাক্স ফাকিঁ দিয়ে অবৈধভাবে পাশর্^বর্তী দেশ ভারত হতে চোরাই পথে সংগ্রহ করেছে।
৩। উদ্ধার কৃত আলামতসহ ধৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১)(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।