র্যাব-৬, যশোর এর অভিযানে চাঞ্চল্যকর আফজাল হত্যা মামলার ০১ জন আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত
নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে
মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের
দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ০২/০৬/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩,
যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ১নং
হৈবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং- ০৩/৫৭৯, তাং০১/০৬/২০২২ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলার আসামী ১। মোঃ পলাশ উদ্দিন(২৪), পিতা- মোঃ
জাহাঙ্গীর হোসেন, গ্রাম- নীলগঞ্জ তাতীপাড়া (বকচর কোল্ডষ্টোরের মোড়), থানা- কোতয়ালী মডেল, জেলাযশোর’কে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী পলাশ উদ্দিনের স্বীকারোক্তি মতে যশোর সদর থানাধীন
শংকরপুর চাতালের মোড়ে আফজাল শেখ(২৮)কে সদর থানা এলাকার সুজন@টেরা সুজনের নেতৃত্বে ক) মিলন,
ময়লাখানা খ) বিপ্লব, রবি শংকলপুর গ) সুভ, বৌ-বাজার মোড় ঘ) শুক্কুর, বারান্দীপাড়া ঙ) জাহিদ, বকচর চ)
আশিক ও সাকিব, আলামিন মসজিদের পিছনে ছ) সিজান, মোল্লা পাড়া সহ ৮/১০ জন মিলে ভিকটিমের চায়ের
দোকান থেকে ধরে নিয়ে চুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং শংকরপুর এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে
আতংক সৃষ্টি করে দ্রæত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আফজাল শেখকে শুরুতর আহত অবস্থায় যশোর সদর
হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরবর্তীতে ধৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে।