Type to search

নওয়াপাড়ায় ভৈরব নদে নৌকা বাইচে উপচে পড়া ভীড়

খেলাধুলা

নওয়াপাড়ায় ভৈরব নদে নৌকা বাইচে উপচে পড়া ভীড়

প্রিয়ব্রত ধর
অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে ব্যপক আড়ম্বরে শুক্রবার বিকালে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রæপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বাইচে দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ টি নৌকা অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় প্রথম

স্থান অধিকার করে দীঘলিয়া উপজেলার আলকাস আলীর সোনার বাংলা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তেরখাদা উপজেলার দীদার মোল্যার ভাই ভাই জল পরী ও টুঙ্গীপাড়া’র স্বপন বিনওয়াপাড়ায় ভৈরব নদে নৌকা বাইচে উপচে পড়া ভীড় বিশ্বাসের জয় মা দূর্গা নৌকা।

নওয়াপাড়ার তালতলা থেকে শুরু হয়ে ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটার ব্যাপী অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে এলাকার প্রায় দুই লাখ নারী পুরুষের সমাগম ঘটে। বাইচ শেষে ফেরিঘাটে স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ। বাইচের প্রথম পুরষ্কার ছিলো নগদ ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৪০ হাজার টাকা ও তৃতীয় পুরষ্কার ৩০ হাজার টাকা। পৌর মেয়র সুশান্ত দাসের সভাপেিত্ব পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন যশোরের জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খাঁন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আফিল গ্রæপের চেয়ারম্যান যশোর -১ আসনের সাংসদ শেখ

আফিল উদ্দিন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) থান্ডার মো: কামরুজ্জামান সহ স্থানীয়, অভয়নগর উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, আয়োজক কমিটির সাধারণ সাম্পাদক মঈনুর জহুর মুকুল, থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান প্রমুখ।