রিমান্ড শেষ, পরিমনিকে আদালতে তোলা হবে আজ

একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও পরিমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুকেও আদালতে হাজির করা হবে।
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরিমনি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। পরদিন পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
এর আগে ১ আগস্ট রবিবার দিবাগত রাতে গ্রেফতার হয় মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। মাদক আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাদের শুক্রবার আদালতে উপস্থাপন করা হয়।
এরপর রাজধানীর তিন থানার পৃথক তিনটি মাদক মামলায় পিয়াসার আট দিন ও মৌকে একটি মামলায় চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। তখন থেকে তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে রিমান্ডে আছে। সূত্র, বাংলাদেশ প্রতিদিন