রাজশাহীতে গোপন বৈঠকের সময় শিবিরের ১৫ নেতাকর্মী আটক

অনলাইন ডেক্স: রাজশাহী মহানগরীর সোনাদীঘি মণিচত্বর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। রবিবার গভীর রাতে গোপন বৈঠক করার সময় পুলিশ তাদের আটক করে। বর্তমানে তাদেরকে বোয়ালিয়া মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবার নাম-পরিচয় প্রকাশের কথা জানিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা সেখানে সরকার বিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনা করছিলো।