Type to search

মুজিব বর্ষ ও জাতীয় শোকদিবস উপলক্ষে চৌগাছায় বৃক্ষ রোপন ও চারাবিতরণ

চৌগাছা

মুজিব বর্ষ ও জাতীয় শোকদিবস উপলক্ষে চৌগাছায় বৃক্ষ রোপন ও চারাবিতরণ

শ্যামল দত্ত (যশোর) চৌগাছ থেকেঃ যশোরের চৌগাছায় মুজিব বর্ষ ও জাতীয় শোকদিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়। অনুষ্ঠনে দুইশ কৃষক পরিবারের মাঝে পিয়ারা, লেবু, মাল্টা ও আমলকিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির ফলদ বৃক্ষের দু’টিকরে চারা বিতরণ করেন। এ সময় চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১০টি ফলজ গাছের চারা রোপন করা।
এতে সভাপতিত্ব করেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর যশোর জেলা উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল হাসান। বিশেষ অতিথির কক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের যশোর জেলার প্রশিক্ষক কর্মকর্তা দিপঙ্কর দাস, অতিরিক্তি উপ-পরিচালক (পিপি) সৌমিত্র সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসেরর পরিচালনায় বক্তৃতা করেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইসতিয়াক আহমেদ, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি স্থানীয় আওয়ামীলীগ নেতা পান্নু আহমেদ, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নারায়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাক হোসেন, উপজেলা কৃষি উপসহকারি আমিরুল ইসলাম মিল্টন, সাইফুল ইসলাম, তাপস কুমার ঘোষ, মুসলিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে অতিথিগণ দুইশ কৃষক পরিবারের মাঝে দু’টিকরে বিভিন্ন দেশীয় প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।