Type to search

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বেসঃকলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক বৃন্দের খোলা চিঠি

যশোর

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বেসঃকলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক বৃন্দের খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বেসঃকলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক বৃন্দের খোলা চিঠি
বরাবর:- মাননীয় প্রধানমন্ত্রী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
 বিষরঃ-বেসঃকলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকবৃন্দের mpo ভুক্তি প্রসঙ্গে।
আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রীর সালাম নিবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের দূর্যোগকালীন সময়ে আপনাকে দুটো কথা জানাতে চাই -মাননীয় প্রধানমন্ত্রী আপনার মত আমরাও দুই বোন। ভাই নাই। তিন মাস বয়সে বাবাকে হারায়। ধীরে ধীরে মায়ের হাত ধরে বড় হতে থাকি।মাননীয় প্রধানমন্ত্রী “মা”অনেক কষ্ট করে লেখাপড়াটা শেষ করান।মাননীয় প্রধানমন্ত্রী আমি ইতিহাসে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটি বেসরকারি কলেজে অনার্স শিক্ষক হিসেবে কর্মরত।অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে, প্রতিষ্ঠানের প্রধান আমাদের একটি টাকাও প্রদান করেন না।মাননীয় প্রধানমন্ত্রী এই দূর্যোগকালীন সময়ে কি যে মানবেতর জীবন যাপন করছি আপনাকে বোঝানোর মত যদি আমার অন্য  কোন ভাষা জানা থাকতো তাহলে হয়তো বুঝিয়ে বলতে পারতাম। বৃদ্ধ মাকে নিয়ে খুবই দুর্বিষহ জীবন যাপন করছি।মাননীয় প্রধানমন্ত্রী আমি বঙ্গবন্ধুর আত্মজীবনী অনেকবার পড়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন  বাংলাদেশের স্বপ্ন কখনোই দেখতেন না। যেখানে কেউ কে বাঁচবে আর কেউ না খেয়ে দিনের-পর-দিন বিনা পয়সায় পাঠদান করে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী এই যদি হয় একজন শিক্ষাগুরুর জীবন ব্যবস্থা জানিনা তাহলে উচ্চতর শিক্ষা টেকসই উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি উচ্চতর শিক্ষার এই বেহাল দশা সমাধান যদি না করা হয় তাহলে হয়তো পরবর্তীতে আর এই মহান পেশায় কোন ব্যক্তিই আর আসবেন না। মাননীয় প্রধানমন্ত্রী 30 লক্ষ শহীদের পাহাড় মাড়িয়ে আজকের এই বাংলাদেশ। 2 লক্ষ মা বোনের স্নেহের আঁচলে সাঁজিয়েছি আমাদের এই বাংলাদেশ। বঙ্গবন্ধু স্বপ্ন, লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননীর আত্মত্যাগের উত্তম প্রতিদান দেয়ার এখনই  সময়। মাননীয় প্রধানমন্ত্রী তাই বিনয়ের সাথে বলব -বিনীত ভাবে অনুরোধ করবো সকল আমলাতান্ত্রিক জটিলতা বাদ দিয়ে অনার্স শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করে এই বাজেটে এমপিও প্রদানের ব্যবস্থা করুন, আর আমাদের স্বাভাবিক জীবন যাপনের অধিকার টুকু ফিরিয়ে দেন।
মাননীয় প্রধানমন্ত্রী আমরা রাষ্ট্রীয়ভাবে চরম বৈষম্যের শিকার। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। আপনার অর্জনগুলো পিরামিডের মতো উঁচু। মাননীয় প্রধানমন্ত্রী অনার্স শিক্ষকদের এমপিও এর ব্যবস্থা করে তাদের স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে আপনার উঁচু পিরামিডের মাথাটুকু আরেকটু উঁচু করবেন এই প্রত্যাশায় আপনার কাছে রাখি।

প্রত্যাশান্তে,ফাতেমা কানিজ,সম্পাদক, বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ পাবনা জেলা শাখা।