Type to search

মাগুরায় সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় আটক চার

জেলার সংবাদ

মাগুরায় সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় আটক চার

মাগুরা সদর উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য নজরুল ইসলাম এবারও নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর সৈয়দ আলী নামে অপর একজন মেম্বার প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন। এরপর থেকে দুই প্রার্থীর সমর্থকদের বিরোধ চলছিল।

এ নিয়ে গতকাল শুক্রবার নজরুল মেম্বারের সমর্থকরা সৈয়দ আলীর সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় কয়েকজনকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। আর হাসপাতালে মারা যান আরও একজন। নিহতরা হলেন, ওই গ্রামের দুই ভাই সবুর মোল্যা ও কবির মোল্যা, তাদের চাচাতো ভাই রহমান মোল্যা এবং ইমরান।

এদিকে, ঘটনার পর থেকে ওই এলাকার পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কে রয়েছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সূত্র,ডিবিসি নিউজ