Type to search

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩,উপলক্ষে অভয়নগরে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান।

অভয়নগর

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩,উপলক্ষে অভয়নগরে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান।

অভয়নগর প্রতিনিধি ঃঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সকালে আয়োজিত উক্ত  অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা গন ও মুক্তিযোদ্ধা পরিবারের উপস্থিতিতে উপজেলা কমপ্লেক্স কানায় কানায় পুর্ন হয়ে উঠে। মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় পরিনত হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দিন এর স্বভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির দ্বায়িত্ব পালন করেন পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের উচ্চ পর্যায়ের নেত্বৃবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করে তোলেন।
 উক্ত অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম শামিম হাসান, এসিল্যান্ড(ভুমি), সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় স্বাধীনতা দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের মহান আত্বত্যাগের কথা স্মরন করে ৫ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
সন্মননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- ১) মোঃ আবুল হোসেন,২) ইন্তাজ মোড়ল ৩) আকবর আলী ৪) প্রদ্যুৎ কুমার ৫) মুনসুর আহম্মেদ।
অনুষ্ঠানের শেষ সেশনে উপস্থিত হন দেশ বরেন্য বিশিষ্ট হার্ট বিশেষজ্ঞ সার্জন জনাব অশিত বোরন অধিকারী। ইমপলস হাসপাতাল তেজগাঁও ঢাকা। তিনি মুক্তি যোদ্ধাদের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করার মনোভাব প্রকাশ করে সকল মুক্তিযোদ্ধাদেরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সকল মুক্তিযোদ্ধাদের মাঝে খাবার,শাড়ি, লুংগী বিতরন করা হয়।
সারা দেশের ন্যায় অভয়নগর উপজেলায় মহান দিবসটি মুক্তিযোদ্ধাদের উপস্থিতি তে  যথাযথ মর্যাদায়  পালিত হচ্ছে।